1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেতা শূন্য ১৬৮ কোম্পানি

  • Last Update: Wednesday, September 28, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৫টিই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ব্যাংক খাতের ২২ কোম্পানি, আর্থিক খাতের ১৪টি, প্রকৌশল খাতের ১৩টি, ফার্মা খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট ও জ্বালানি খাতের ৩টি, ট্যানারি ও টেলিকমিউনিকেশন খাতের ২টি  এবং সিরামিক, আইটি ও কাগজ খাতের ১টি করে কোম্পানি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com