নিজস্ব প্রতিবেদক
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ৭ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩১ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস। এই কোম্পানিটির দর কমেছে ৭০ পয়সা বা ৫০ শতাংশ কমেছে।
১৭ টাকা বা ৭ দশমিক ১৬ শতাংশ দর হারিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স।
তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- নর্দার্ণ জুট, দ্য পেনিনসুলা, সী পার্ল বীচ, পেপার প্রসেসিং, মোজাফফর হোসেন স্পিনিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।