1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ফের দর সংশোধনের আভাস

  • Last Update: Monday, January 31, 2022

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সংশোধনের ক্ষতি কাটিয়ে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে পুঁজিবাজারে কিছুটা চাঙাভাব দেখা গেছে। তবে সেটি স্থায়ী হয়নি। ফের দর সংশোধনের আভাস মিলেছে। গত ৪ কার্যদিবস প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পতন এমনই আভাস দিচ্ছে।

চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস গত রোববার ৩৫.৯৯ পয়েন্টের পর দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৫.২৬ পয়েন্ট। অর্থাৎ নতুন সপ্তাহের দুই দিনেই সূচক পড়েছে ১০১.২৫ পয়েন্ট। আর চার দিনে কমেছে ১০৬.২৮ পয়েন্ট।

গত বছরের শেষ সপ্তাহ আর নতুন বছরের ২০ জানুয়ারি পর্যন্ত ৪৭৫.৮১ পয়েন্ট সূচক বাড়ার পর হাত গুটিয়ে থাকা বিনিয়োগকারীরা ফিরতে থাকে। তবে গত সপ্তাহে বাজার উঠানামা করতে থাকায় আবার তৈরি হয় বিভ্রান্তি। কমে যায় লেনদেন। এক পর্যায়ে সূচক ৭ হাজার পয়েন্টের নিচে নেমে আসে রোববার। সেটি আরও কমে গিয়ে এখন দাঁড়িয়েছে ৬৯২৬.২৯ পয়েন্ট।

সূচকের সঙ্গে সোমবার লেনদেনেও টান লেগেছে। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২০ কোটি টাকা। চলতি সপ্তাহের প্রথমদিন রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকা। সেটি কমে হয়েছে ১ হাজার ২১৫ কোটি ১ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকা।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ১৮৫ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৫১ কোটি ৯৮ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com