1. banijjobarta22@gmail.com : admin :

শাফিন ফিডারের সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তি সই

  • Last Update: Monday, September 26, 2022

নিজস্ব প্রতিবেদক

শাফিন ফিডারের সঙ্গে একটি চুক্তি করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি চুক্তি অনুযায়ী প্রপার্টিশিপ এলএলসি বিক্রি করবে। এটা আবুধাবীতে অবস্থিত। শাফিন ফিডার ১০০ শতাংশ আবু ধাবি পোর্ট কোম্পানির মালিকানাধীন।

সাইফ মেরিটাইম এলএলসি দুবাইয়ের এমিরাটসে অবস্থিত। এটা সাইফ পাওয়ারটেকের মালিকানাধীন কোম্পানি।

কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই করেছে শাফিন ফিডারের মালিকানাধীন এডি পোর্ট গ্রুপ এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক। চুক্তি অনুযায়ী শাফিন ফিডারে ৩টি কন্টিনার ফিডার ভেসেলের ধারণ ক্ষমতা ১৭০০ থেকে ২১০০ টিউস।

চুক্তি অনুযায়ী ১৫ বছরের জন্য বেয়ারবোর্ট এবং সাইফের টাইম চার্টারে সংযুক্ত আরব আমিরাতের কন্টেইনারগুলি বাংলাদেশে বহন করার জন্য এবং যেকোনো আন্তর্জাতিক রুটে এবং বিশ্বব্যাপী সংযুক্তের জন্য উপযুক্ত।

কোম্পানিটি আরও জানায়, প্রতি বছর কার্গো মালবাহী জাহাজ প্রতি ২০০ কোটি টাকা রাজস্ব আসবে। এছাড়া নেট মুনাফা ২৫ কোটি টাকা আসবে বলে কোম্পানিটি আশা করছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com