1. banijjobarta22@gmail.com : admin :

৬০ কোটি ডলার বাজেট সাপোর্ট দিতে পারে জাইকা: পরিকল্পনামন্ত্রী

  • Last Update: Monday, September 26, 2022

নিজস্ব প্রতিবেদক

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সাপোর্ট দেবে বলে আশা করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়ার বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, তবে এটা এখনও আলোচনার পর্যায়ে রয়েচে। চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতি ডলার সমান ১০০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার কোটি টাকা।

তিনি বলেন, আড়াইহাজারে জাপানি অর্থায়নে ইকনোমিক জোন হচ্ছে, এখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ী কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে।

বাজেট সাপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাজেট সহায়তা চেয়ে কিছু আভাস দিয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে, আগামীতে ইতিবাচক বলে মনে হয়েছে। তবে সকলের কিছু আইনকানুন আছে এগুলো মেনেই কাজ করতে হবে। আমার বিশ্বাস সব প্রসেসিং হওয়ার পর আমরা বাজেট সাপোর্ট পাব।

পরিকল্পনামন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ করবে ইআরডি। তবে যেহেতু সরকারে আছি, মন্ত্রণালয়ে উঠেছি সুতরাং আলোচনা করেছি। পরিবেশটা অনেক ইতিবাচক। ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা জাইকা আমাদের দেবে।

মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও আগ্রহী। এই খাতে জাইকা কাজ করতে ইচ্ছুক। আমরা আমাদের নৌ-বন্দরগুলোতে আরও কাজ করতে চায়। অবকাঠামো খাতে জাইকা বেশি কাজ করতে চায়। রেল ও সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায়।

জাইকার নতুন প্রতিনিধি হিসেবে ইচিগুচি টমোহাইড এক সপ্তাহ আগে দেশে যোগদান করেছেন। এদিন তিনিও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com