1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ফের প্রি-ওপেনিং সেশন চালু

  • Last Update: Thursday, September 22, 2022

নিজস্ব প্রতিবেদক

মূল লেনদেনের আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট।

আগামী ২৫ সেপ্টেম্বর (বোরবার) থেকে সকাল ৯টা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। কিন্তু লেনদেন হবে যথারীতি শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত।

বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেনদেনের ভলিয়ম বাড়ায় এখন সকাল বেলায় অর্ডার বেশি হয়ে যায়। সফটওয়ারের লোড কমাতে আমরা আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছি।

এর আগে কারসাজির ঘটনায় প্রি-ওপেনিং সেশন বন্ধ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। এখন কী কারসাজি হবে না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাতে কারসাজি না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগে মার্কেটের প্রয়োজনে প্রি-ওপেনিং সেশন বন্ধ করেছিলাম। এখন মার্কেটের প্রয়োজনেই আবার চালু করছি। পৃথিবীর সব দেশেই প্রি-ওপেনিং সেশন চালু আছে বলেও জানান তিনি।

চলতি বছরের ২০ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট। তখন প্রি-ওপেনিং সেশন বাতিলের কারণ হিসেবে কমিশনের পক্ষ থেকে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে। তাই সক্ষমতা বাড়ার বিষয়টি যাচাই করে দেখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে প্রি ওপেনিং সেশন চলাকালীন অনেক বেশি শেয়ার কেনাবেচার কার্যাদেশ দেওয়া হচ্ছে। যদিও পরবর্তী সময়ে এসব কার্যাদেশ বাতিল কিংবা পরিবর্তন হয়ে যাচ্ছে। এতে লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এটিও প্রি-ওপেনিং সেশন বাতিলের আরেকটি কারণ ছিল।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com