1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

  • Last Update: Tuesday, September 20, 2022

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেন। আজ ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ডিএসইতে ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এর আগে ডিএসইতে মাত্র ১৪ বার ২ হাজার ৮০০ কোটি টাকারেউপরে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৪২ কোটি ৪৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬৬ পয়েন্ট বেড়েছে । এদিন সিএসইতে ৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com