1. banijjobarta22@gmail.com : admin :

সিএমএসএফ ফান্ড: মৃত্যুর ২৮ বছর পর বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন জাহানারা ইমাম

  • Last Update: Tuesday, September 20, 2022

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুর ২৮ বছর পর শেয়ারবাজারে বিনিয়োগের লভ্যাংশ পাচ্ছেন শহীদ জননী জাহানার ইমাম। শেয়ারবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) মাধ্যমে বিনিয়োগের বিপরীতে প্রায় এক লাখ ৪০ হাজার টাকা লভ্যাংশ পাবেন তিনি। উত্তারাধিকার সূত্রে তাঁর ছেলে সাইফ ইমাম জামীর ব্যাংক হিসাবে এই লভ্যাংশ জমা হবে।

সিএমএসএফ সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, জাহানারা ইমাম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছিলেন। তিনি মারা যাওয়ার পর এই লভ্যাংশ কোম্পানি হিসাবেই থেকে যায়। বর্তমানে কোম্পানিটি ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) রয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে লভ্যাংশের টাকার চেক তুলে দেবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও সিএমএসএফ চেয়ারম্যান নজিবুর রহমান।

১৯২৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী জাহানারা ইমাম তার বিখ্যাত বই একাত্তরের দিনগুলি’র জন্য ব্যাপকভাবে পরিচিত। ১৯৭১ সালে তার বড় ছেলে শফি ইমাম রুমিকে পাকিস্তান সেনাবাহিনী আটক করে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার পর রুমির বন্ধুরা তার মা জাহানারা ইমামকে ‘শহীদ জননী’ বা সকল মুক্তিযোদ্ধার মা বলে অভিহিত করে। জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com