1. banijjobarta22@gmail.com : admin :

থ্রিআই সিকিউরিটিজে লেনদেন শুরু

  • Last Update: Monday, January 31, 2022

নিজস্ব প্রতিবেদক

নতুন অনুমোদন পাওয়া Trading right entitlement certified (TREC) থ্রিআই সিকিউরিটিজে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া।

এ সময় তিনি বলেন, বিকাশকে বিও অ্যাকাউন্টের (বেনিফিশিয়ারি ওনার্স) সংগে যুক্ত করা যায় কিনা, সেটা নিয়ে ভাবছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশের মধ্যে লেনদেন করতে পারেন, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই দেশের প্রান্তিক জনগণ পুঁজিবাজারে আসার সুযোগ পাক।

ডিএসই চেয়ারম্যান বলেন, যেখানে দেশজ উৎপাদন (জিডিপি) ৪০৯ বিলিয়ন ডলার। সেখানে আমাদের মার্কেট ৭০ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে আমাদের মার্কেট সাইজ জিডিপির ২০ শতাংশেরও কম। আমরা মার্কেটের সাইজটা জিডিপির সংগে সমন্বয় করে বাড়ানোর জন্য কাজ করছি।

থ্রিআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ইস্তাক আহম্মেদ বলেন, পুঁজিবাজারের গভীরতা বাড়াতে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের এই উদ্যোগ প্রশংসনীয়, যা নতুন উদ্যোক্তাদের হাত ধরে নতুন নতুন বিনিয়োগকারী নিয়ে আসতে সহায়ক হবে।

অনুষ্ঠানে পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com