1. banijjobarta22@gmail.com : admin :

কমোডিটি স্টক এক্সচেঞ্জ করতে কমিটি গঠন

  • Last Update: Sunday, September 4, 2022

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কমোডিটি স্টক এক্সচেঞ্জ স্থাপনের কাজ এগিয়ে নিতে একটি কমিটি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমশিনের এক বৈঠকে কমিটিটি গঠন করা হয়।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এ বছর কমোডিটি স্টক এক্সচেঞ্জ শুরু করবে। এ বিষয়ে আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি।

৬ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসি কমিশনার রুমানা ইসলামকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহাবুবুল আলম, রিপন কুমার দেবনাথ এবং পরিচালক আবুল কালাম।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ অনুযায়ী, কৃষিপণ্য, গবাদিপশু, মাছ, বনজ সম্পদ, খনিজ ও জ্বালানি পণ্যসহ উৎপাদিত যেকোনো পণ্য কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করা যাবে।

এসব পণ্য কেনাবেচা বা লেনদেনের জন্য যে এক্সচেঞ্জ বা প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেটিই কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে পরিচিত হবে।

বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের অনুমতি দিতে পারে কেবল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com