1. banijjobarta22@gmail.com : admin :

বিডার নির্বাহী চেয়ারম্যান পদে যোগ দিলেন লোকমান হোসেন মিয়া

  • Last Update: Sunday, September 4, 2022

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন লোকমান হোসেন মিয়া। তিনি বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের স্থলভিসিক্ত হলেন।

রোববার (৪ সেপ্টেম্বর) তিনি যোগদান করেন।

যোগদানের পর বিডার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মতবিনিময় করেন।

লোকমান হোসেন মিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক, পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য (এডমিন), ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে হিসেবে কর্মরত ছিলেন।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি “জনপ্রশাসন পদক ২০১৯” অর্জন করেন।

চলতি বছরের ১৪ জুন তিনি চাকরি থেকে অবসর নেন। গত ২৩ আগস্ট সরকার তার অবসরোত্তর ছুটি বাতিল করে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞাপন জারি করে।

সেই প্রজ্ঞাপন অনুসারে আজ তিনি যোগদান করলেন। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

লোকমান হোসেন মিয়া ১৯৬৩ সালে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com