1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনে স্বস্তি

  • Last Update: Sunday, September 4, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক  ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৩০৩ পয়েন্টে।

রোববার ডিএসইতে ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪০৬ কোটি ৮৬ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৮৮৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com