1. banijjobarta22@gmail.com : admin :

বোনাস লভ্যাংশ বিতরণের অনুমতি পেয়েছে ৪ কোম্পানি

  • Last Update: Sunday, February 20, 2022

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির বোনাস লভ্যাংশ বিতরণের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি চারটি হলো: সাইফ পাওয়ারটেক, এসোসিয়েটেড অক্সিজেন, ইন্ট্রাকো এবং কেঅ্যান্ডকিউ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানি চারটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নগদ লভ্যাংশের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে সাইফ পাওয়ারটেক ৬ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেন ৭ শতাংশ বোনাস, ইন্ট্রাকো ৮ শতাংশ বোনাস এবং কেঅ্যান্ডকিউ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই চার কোম্পানি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা কোম্পানি চারটিকে বোনাস লভ্যাংশ বিতরণে অনুমোদন দিয়েছে।

নগদ লভ্যাংশ বিতরণে বিএসইসির সম্মতির পর কোম্পানি চারটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে। কোম্পানি চারটির মধ্যে সাইফ পাওয়ারটেকের ২৮ ফেব্রুয়ারি, এসোসিয়েটেড অক্সিজিনের ২ মার্চ, ইন্ট্রাকোর ১ মার্চ এবং কেঅ্যান্ডকিউয়ের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com