1. banijjobarta22@gmail.com : admin :

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

  • Last Update: Sunday, August 21, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। তবে গত কার্যদিবস থেকে আজ কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা বা দশমিক ৪১ শতাংশ। ক্লোজিং হয়েছে ১২০ টাকা ২০ পয়সায়।

৪ হাজার ৬৬৪ বারে হাত বদল হয়েছে কোম্পানির ৭৯ লাখ ৯৩ হাজার ৫৮৭টি শেয়ার। যার বাজার মূল্য ৯৬ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনেদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ৫ হাজার ৩৩৩ বারে কোম্পানিটির ৪৩ লাখ ৯৫ হাজার ৯১২টি শেয়ার হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৪ দশমিক ৯১ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। সারাদিনে কোম্পানিরি ৪৩ কোটি ৪২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল- মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, মুন্নু ফেব্রিক্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, ইস্টার্ন হাউজিং ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com