1. banijjobarta22@gmail.com : admin :

অর্থনীতি নিয়ে অস্বস্তি থাকলেও সংকট নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • Last Update: Sunday, August 21, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতি নিয়ে অস্বস্তি থাকলেও সংকট নেই বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। দেশের অর্থনীতিবিদরা নানা আশঙ্কার কথা বললেও বিদেশিরা সম্ভাবনার কথা বলছেন বলেও দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশে দক্ষ। তাদের সব কথা আমরা গুরুতরভাবে নেই না। কারণ তাদের সব কথা বিবেচনায় নিলে অর্থনীতি এগিয়ে নেওয়া কঠিন হবে।

রোববার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেলে দেশেও সমন্বয় করা হবে। তবে মানুষের কষ্ট হচ্ছে এটা ঠিক। যদিও সরকার বাধ্য হয়ে দাম বাড়িয়েছে।

দেশের অর্থনীতি সঠিকভাবে এগুচ্ছে দাবি করে শামসুল আলম বলেন, পরিকল্পনার কোনো সমস্যা নেই। অর্থনীতি সঠিক পথে আছে। সেখানে মূল্যস্ফীতিসহ যেসব বিষয় অর্থনীবিদরা যে আশঙ্কা করছেন আমরা গুরুতরভাবে নেই না। তারা করোনার সময় বলেছে দরিদ্র বেড়ে যাবে অনেক। কিন্তু সেটা হয়নি। মাত্র তিন ভাগ বেড়েছে। আমাদের প্রবৃদ্ধি ইতিবাচক আছে। বিদেশে নতুন করে দশ লাখ শ্রমিক পাঠানো হয়েছে। সেখানে রেমিট্যান্স কিভাবে কমবে? বাজারের ডলারের দামও নিয়ন্ত্রণে এনেছি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আমাদের ১০ শতাংশ মূল্যস্ফীতি হওয়ার কোনো শঙ্কা নেই। রিজার্ভ, কৃষি উৎপাদন ঠিক থাকায় অর্থনীতি সচল রয়েছে। ডিম নিয়ে সিন্ডিকেট হয়নি বলেও দাবি করেন তিনি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com