1. banijjobarta22@gmail.com : admin :

নীল প্যানেলের জয় নিশ্চিতে ঐক্যবদ্ধ আইনজীবীরা: অ্যাডভোকেট আব্বাস উদ্দিন

  • Last Update: Saturday, February 19, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩-এর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালিয়ে আসছে। দুই প্যানেলই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। তবে বিএনপি সমর্থিত নীল প্যানেলের জয় নিশ্চিতে আইনজীবীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন।

তিনি জানান, এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুধু আইনজীবীদের নয়, সাধারণ মানুষেরও এ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। অবহেলিত আইনজীবীদের মত সাধারণ মানুষ এ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল দলের জয় দেখার জন্য উন্মুখ হয়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত খোরশেদ-নজরুল পরিষদের জয় নিশ্চিতে সকল পর্যায়ের আইনজীবীরা ঐক্যবদ্ধ। আসুন সকল দ্বন্দ্ব ভুলে নীল দলের জয় নিশ্চিত করি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে আইভরি কৃষ্ণচুড়ায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত খোরশেদ-নজরুল পরিষদের পক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন এন্ড এসোসিয়েটস।

ঢাকা ট্যাক্সেসবার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মিয়া।

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা ট্যাক্সবার শাখার সাধারণ সম্পাদক মোস্তফা নূরুল আলম খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট রাসেদুল হাসান, অ্যাডভোকেট এ.এফ রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন আনু, অ্যাডভোকেট লুৎফর রহমান, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক প্রমুখ।

সভায় প্রায় ৫ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামসহ বিএনপি সমর্থিত নীল প্যানেল সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com