1. banijjobarta22@gmail.com : admin :

রাতারাতি বাড়া দ্রব্যমূল্য কমাতে সময় চান বাণিজ্যমন্ত্রী

  • Last Update: Wednesday, August 17, 2022

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে দ্রব্যমূল্য বেড়েছে যা রাতারাতি কমানো সম্ভব নয়, আমাদের একটু সময় দেন।

বুধবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন ( টিসিবি) কর্তৃক এককোটি পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

মন্ত্রী বলেন, শুধুমাত্র ঢাকায় সাড়ে চার লাখ ফ্যামিলি কার্ড বিতরণ বাকি রয়েছে। বাকি কার্ড বিতরণ করা হয়েছে।

টিআইবির প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, টিআইবি যে প্রতিবেদন করেছে তারা তাদের মতো করেছে। কিন্তু তারা প্রকৃত অবস্থা তুলে ধরেনি।

কার্ড প্রস্তুত প্রসঙ্গে তিনি বলেন, কনোনা কালে ৩৮ লাখ ৫০ হাজার পরিবারকে নগদ সহায়তা দেয়া হয়েছিল। তাদের মধ্যে কাজ বা চাকরি হারানো প্রায় ৮ লাখ ৫০ হাজার জন কাজে ফিরে এসেছে এদের বাদ দেয়া হয়েছে। এছাড়াও সারা দেশের ৭০ লাখ মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।

টিপু মুনশি বলেন, ভোজ্য তেল ও চিনির দাম বাড়ানোর প্রস্তাব আমাদের কাছে আসলেও আমরা ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। এ কারণে আমরা আর একটু অপেক্ষা করছি। যাতে করে ভোজ্য তেল ও ডলারের দাম কিছুটা কমুক। যাতে করে আমরা ব্যবসায়ীদের সঙ্গে নেগুশিয়েশন করতে পারি। তবে চিনির দাম নিয়ে আমরা ভাবছি না।
তিনি আশা করেন অক্টোবর মাসের মধ্যেই দ্রব্যমূল্য কমে আসবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com