1. banijjobarta22@gmail.com : admin :

ব্যাংক খাতে খেলাপি ঋণ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা

  • Last Update: Sunday, August 14, 2022

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের ঋণ বিতরণ ও আদায়ের দায় ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর দেয়ার পরও খেলাপির পরিমান বেড়েছে। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমান বেড়েছে।

আলোচ্য সময়ে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৮.৯৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিন মাস আগে মার্চ শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। সে হিসাবে ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১১ হাজার ৮১৭ কোটি টাকা।

২০২১ সালের জুন প্রান্তিক শেষে খেলাপি ছিল ৯৯ হাজার ২০৫ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে খেলাপি বেড়েছে ২৬ হাজার ৫২ কোটি টাকা। যা এ যাবতকালের সর্বোচ্চ।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com