1. banijjobarta22@gmail.com : admin :

মঙ্গলবার বন্ধ হয়ে যাচ্ছে সোনালী ব্যাংক ইউকে

  • Last Update: Saturday, August 13, 2022

নিজস্ব প্রতিবেদক

নানা অনিয়ম আর দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাচ্ছে সোনালী ব্যাংক ইউকে লিমিটেড। ২১ বছরের মাথায় এসে আগামী ১৬ আগস্ট ব্যাংকটি বন্ধ হবে।

সোনালী ব্যাংকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে সোনালী ব্যাংক ইউকের প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোর সেবা। আর আগামীকাল রোববার থেকে বন্ধ হবে মোবাইল অ্যাপস ও অনলাইন রেমিট্যান্স সেবা।

তবে সোনালী ব্যাংক ইউকের জায়গায় ও শাখাগুলোতে ‘সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করা হচ্ছে। এটি অবশ্য প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের পরিবর্তে শুধু বৈদেশিক বিল ও ঋণপত্রের দর সমন্বয়ের কাজ করতে পারবে।

সোনালী ব্যাংক ইউকের মতো নতুন প্রতিষ্ঠানটিতেও বাংলাদেশ সরকারের ৫১ শতাংশ ও সোনালী ব্যাংকের ৪৯ শতাংশ শেয়ার থাকবে।

পাশাপাশি প্রবাসী আয় আনতে ‘সোনালী পে ইউকে লিমিটেড’ নামেও একটি প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক। তবে এখনও এর অনুমোদন দেয়নি যুক্তরাজ্যের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com