1. banijjobarta22@gmail.com : admin :

জ্বালানির মূল্যবৃদ্ধি: বাড়তি চাপে জনগণ

  • Last Update: Saturday, August 6, 2022

রাসেল মাহমুদ

জ্বালানি তেলের নজিরবিহীন দাম বাড়ায় দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকার রাস্তায় গণপরিবহন সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। নিত্যপণ্যের ওপরও পড়েছে প্রভাব। ইতোমধ্যে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম।

বিষয়টিকে কোনোভাবেই মানতে পারছে না সাধারণ জনগণ। তীব্র ক্ষোভ প্রকাশ করছে তারা। বিশেষজ্ঞদের মতে, আইএমএফ-এর ঋণ পেতেই জনগণের উপর ‘অযৌক্তিক’ চাপ বাড়িয়েছে সরকার৷

শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়ার পরপরই পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন পড়ে৷ কোথাও কোথাও হামলার খবরও পাওয়া গেছে৷ যানবাহন চলাচল বলতে গেলে বন্ধই রয়েছে৷

এরইমধ্যে গণপরিবহণের ভাড়া আনুষ্ঠানিকভাবেই বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে৷ প্রভাব পড়তে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সবক্ষেত্রে৷ শিল্প উৎপাদন ও কৃষিখাত নিয়ে সবচেয়ে আশঙ্কা তৈরি হয়েছে৷

সারাদেশে এ নিযে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবাদ মিছিল করছে৷ সকাল থেকেই গণপরিবহণ ও দূরপাল্লার যানবাহন চলাচল ছিলো কম৷ চট্টগ্রামে দুপুর পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবিতে গণপরিবহণ চলাচল বন্ধ ছিল৷

বিশষজ্ঞরা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। একই সাথে এই মূল্যবৃদ্ধিতে জনজীবনে কী কী প্রভাব পড়বে তা ব্যাখ্যা করেছেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে পাঁচ ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। এগুলো হলো- ১.পরিবহণ খাত৷ কারণ অধিকাংশ গণপরিবহণ ডিজেলচালিত৷ ২.উৎপাদন, শিল্প ও পোশাক খাতে খরচ বাড়বে৷ ৩. কৃষি উৎপাদনের খরচ বাড়বে৷ ৪.পণ্য পরিবহণ খরচ বাড়বে৷ ৫. সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে৷

জ্বালানি তেলের দরবৃদ্ধি সার্বিকভাবেই সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, সরকার যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর বিবেচনায় সর্বোচ্চ। যার ফলে সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বহুলাংশে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা যায়। মূলত ডিজেলের ব্যবহার যে খাতগুলোতে বেশি হয়, পরিবহন ও কৃষি খাতে, বিদ্যুৎ উৎপাদনে এবং ম্যানুফ্যাকচারিং খাতে, সে সমস্ত ক্ষেত্রে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে ভোক্তার উপরে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া আসবে। ডিজেলের ব্যবহারের ফলে পরিবহন খাতের ব্যবসায়ীরা কীভাবে মূল্য নির্ধারণ করবেন, তার ওপর নির্ভর করবে ভোক্তা পর্যায়ে এর প্রতিক্রিয়া কতটুকু পড়বে। আমার মনে হয়, এর প্রতিক্রিয়া সাথে সাথেই পড়তে যাচ্ছে। এর পাশাপাশি কৃষির ক্ষেত্রে বোরো ধানের এবং অন্যান্য উৎপাদনের যে সেচের ব্যবহার, এতে একটা প্রভাব পড়বে। ফলে ফসল শাকসবজির দামের ওপর একটা প্রভাব পড়বে। এরপর ডিজেল ব্যবহার করে যেসব কারখানায় উৎপাদন করা হয়, সেখানেও এর একটা প্রভাব পড়বে। সুতরাং সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বাড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, এটা খুবই অযৌক্তিক একটা সিদ্ধান্ত। সরকার যেটা দাম বাড়িয়েছে এটা কোনোভাবে সহনীয় পর্যায়ে নয়। ১০-২০ শতাংশ হলে আলাদা কথা ছিল। কিন্ত সরকার যেটা বাড়িয়েছে এটা অযৌক্তিক হয়েছে। কারণ মহামারির পরে আমাদের যে দুর্যোগটা গেল আমাদের উপরে অলরেডি মানুষের ওপর আর্থিক সংকটের বোঝা চেপে আছে। তার উপরে এত বড় একটা বোঝা চাপানো ঠিক হয়নি।

তিনি বলেন, যে কারণেই সরকার দাম বৃদ্ধি করুক না কেন, এক লাফে রাতারাতি যদি এই ধরনের মূল্য বৃদ্ধি হয়, আপনাকে দেখতে হবে ভোক্তা পর্যায়ে যে আমি এটা দিলাম, সাধারণ মানুষের কী অবস্থা হবে। আমাদের দেশের মানুষ তো সাধারণভাবে, আর্থিকভাবে অসচ্ছল। এই অসচ্ছল জনগোষ্ঠীকে যদি হঠাৎ করে এত বড় বিপদের মুখে ঠেলে দেন, তাহলে এটা অযৌক্তিক।

সাধারণ জনগণ বলছেন, সরকার আর তাদের কথা ভাবছে না। ফলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের নজিরবিহীন দাম বাড়িয়ে দিয়েছে।

রাজধানীর কাজলার মোহাম্মদ মাসুদ বলেন, আমরা ভুক্তভোগী। শ্বাসরুদ্ধকর এক সময় পার করছি। জনজীবন এতো কঠিন হবে তা ভাবতেও পারিনি।

গণমাধ্যমকর্মী শাহ পরাণ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ হিসেবে যেসব যুক্তি তুলে ধরা হয়েছে তা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। অধিকাংশ মানুষের আয়ের সাথে ব্যায়ের সঙ্গতি নেই। ফলে জীবন নির্বাহ আগে থেকেই দুরূহ ছিলো। জ্বালানির দাম বৃদ্ধি তাই মরার ওপর খাড়ার ঘা ছাড়া কিছুই না।

এর আগে পেট্রোল, ডিজেল, অকটেন ও কেরোসিনের দাম একবারে এত বেশি আর কখনোই বাড়েনি৷ ডিজেল ও কেরোসিনের দাম ৪২ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা করা হয়েছে৷ পেট্রোলের দাম ৫১ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১৩০ টাকা লিটার৷ অকটেনের দাম ৫১ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়ে করা হয়েছে ১৩৫ টাকা লিটার।

অন্যদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দাম ছিল ৯৪.১২ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমে এসেছে ৮৮.৫৪ ডলারে, যা গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর সর্বনিম্ন৷

দাম বৃদ্ধির কারণ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লোকসান কমানো ও পাচার ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে বিশেষজ্ঞরা তিনটি কারণের কোনোটিকেই যৌক্তিক মনে করছেন না৷

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com