1. banijjobarta22@gmail.com : admin :

চালডাল-বিডিজবসকে শেয়ারবাজারে আসার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের

  • Last Update: Thursday, August 4, 2022

নিজস্ব প্রতিবেদক

চালডাল, বিডিজবসসহ স্টার্টআপ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি এসব কোম্পানিকে শেয়ারবাজারে আনতে প্রয়োজনে বিদ্যমান আইনের কিছু ধারা শিথিলের ইঙ্গিত দেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ডিএসইর ভবনে ‘ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ প্রসপেক্টস অ্যান্ড অপর্চ্যুনিটিজ ফর টেক স্টার্টআপস অ্যান্ড গ্রোথ স্টেজ কোম্পানিজ’ শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও স্টার্টআপ বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আইন শিথিল করে আমরা শুধু উদ্যোক্তাদের সুযোগ দিতে চাই না। বিনিয়োগকারীদের স্বার্থও আমরা দেখবো

দুষ্ট লোকেরা মার্কেটে এসে যেন পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে তিনি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com