1. banijjobarta22@gmail.com : admin :

সমন্বিত উদ্যোগে শেয়ারবাজারে উত্থান অব্যাহত

  • Last Update: Wednesday, August 3, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার স্থিতিশীল করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সমন্বিত উদ্যোগ স্বস্তি দিচ্ছে বিনিয়োগকারীদের। মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের আহ্বান ও এক্সপোজার লিমিট বিষয়ের সমাধান হওয়ার পর আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এ নিয়ে টানা তিনদিন উত্থান দেখলো বিনিয়োগকারীরা। আজ ডিএসই’র প্রধান মূল্য সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। শুধু তাই নয়, টাকার অংকেও বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ১৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com