1. banijjobarta22@gmail.com : admin :

নানামুখি পদক্ষেপে শেয়ারবাজারে স্বস্তি

  • Last Update: Tuesday, August 2, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে চলতে থাকা ধারাবাহিক পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মানামুখি পদক্ষেপে উত্থান দেখছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থান ও টাকার অংকে বড় লেনদেন ‘আশ্বস্ত’ করছে বাজার সংশ্লিষ্টদের।

এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৮৫ পয়েন্ট। আর লেনদেন ১১০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১১ মে ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ২৩৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com