1. banijjobarta22@gmail.com : admin :

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের নাম পরিবর্তন

  • Last Update: Monday, August 1, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেডের নাম পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম ‘ডিবিএইচ ফিন্যান্স পিএলসি’।

রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকগুলোকে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের নাম পরিবর্তনের তথ্য জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেড ১৯৯৬ সালে আন্তর্জাতিক যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরের বছর তারা কার্যক্রম শুরু করে।

কোম্পানিটি ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

৩০ জুন ২০২২ সালের হিসেব অনুযায়ী, কোম্পানির মোট শেয়ারের ৫১ দশমিক ৩২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১১ দশমিক ০৫ শতাংশ শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com