1. banijjobarta22@gmail.com : admin :

বড় উত্থান শেয়ারবাজারে

  • Last Update: Sunday, July 31, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার দেশের শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৬ কোটি ১৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬২টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮৮ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com