1. banijjobarta22@gmail.com : admin :

ফের কমেছে টাকার মান

  • Last Update: Thursday, July 21, 2022

নিজস্ব প্রতিবেদক

মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান গত কয়েক মাস ধরে নিম্নমুখি। দফায় দফায় কমেছে টাকার মান; বিপরিতে দাম বেড়েছে ডলারের।

সর্বশেষ বৃহস্পতিবার (২১ জুলাই) ডলারের বিপরীতে আরও ৫০ পয়সা দর হারিয়েছে টাকা। আন্তঃব্যাংক মুদ্রাবাজাওে এদিন এক ডলারের জন্য খরচ করতে হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। আগের দিন বুধবার তা ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে টাকা-ডলার বিনিময় হার ঠিক হয়ে থাকে বাজারের চাহিদা অনুযায়ী। বৃহস্পতিবার ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ৭ কোটি ডলার বিক্রি করেছে। দাম নির্ধারিত হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। আর এটাই আজকের আন্তঃব্যাংক দর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশের বেশি। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ।

এদিকে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে আরও চড়া দামে। গত সপ্তাহের শেষে খোলাবাজারে ডলারের দাম ছিল ৯৮ টাকা। সপ্তাহের শুরুতে তা ছিল একশ’ টাকার উপরে। সপ্তাহের শেষের দিকে বুধবার তা ১০২ টাকা ৬০ পয়সা পর্যন্ত উঠে যায়। গত চার দিনের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম বেড়েছে প্রায় পাঁচ টাকা।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com