1. banijjobarta22@gmail.com : admin :

ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্তে খুশি বিএবি

  • Last Update: Wednesday, July 20, 2022

নিজস্ব প্রতিবেদক

ঋণের ভালোমন্দের দায়ভার ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটিই জানায় বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

নজরুল ইসলাম মজুমদার বলেন, এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা সময়োপযোগী ও বাস্তবসম্মত। এ সিদ্ধান্তের ফলে সবার মঙ্গল হবে। যুগান্তকারী এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

তিনি বলেন, ব্যাংকের পর্ষদের ওপর ছেড়ে দেওয়ার ফলে এখন থেকে যার যার ব্যাংক সে কন্ট্রোল করবে। এতে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। ব্যাংকের কর্ম ও রিকভারিও অনেক বেড়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর জবাবদিহিতা বেড়ে যাবে। যারা আইন অমান্য করবে তাদের শাস্তির আওতায় আনা যাবে।

তিনি আরও বলেন, নতুন গভর্নরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যাংকের চেয়ারম্যানরা এসেছেন। এ সময় কোনো দাবি-দাওয়া বা সংকট নিয়ে আলোচনা হয়নি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com