1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ব্যাপক পতন

  • Last Update: Monday, July 18, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৮৭ পয়েন্ট বা ১ শতাংশ। টাকার অংকেও কমেছে লেনদেন। এদিন লেনদেন নেমেছে সাড়ে ৫০০ কোটি টাকার নিচে। যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৫ মে ডিএসইতে ৫১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৩৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com