1. banijjobarta22@gmail.com : admin :

দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে শেয়ারবাজারের পতন

  • Last Update: Sunday, July 17, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। এই পতন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ঈদের পর গত চার কার্যদিবসই অস্বস্তিতে ছিলেন বিনিয়োগকারীরা। আজ রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। টাকার অঙ্কেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com