1. banijjobarta22@gmail.com : admin :

সর্বোচ্চ ৫০ জন নিয়ে হবে জাতীয় বীমা দিবসের শোভাযাত্রা

  • Last Update: Wednesday, February 16, 2022

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় বীমা দিবসের শোভাযাত্রায় সর্বোচ্চ ৫০ জন অংশ নিতে পারবে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । শোভাযাত্রার পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে এবার শোভাযাত্রা সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নন-মুভমেন্ট (স্থির) হবে।

কর্তৃপক্ষের পরিচালনক (আইন) ও জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপনে র‍্যালি আয়োজন বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মোহাম্মদ শফিউদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গতকাল বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com