1. banijjobarta22@gmail.com : admin :

বেড়েছে গরু ও খাসির মাংসের দাম

  • Last Update: Saturday, July 9, 2022

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা। আর খাসির মাংস ছাড়িয়েছে হাজার টাকা।

রাজধানীর একাধিক মাংসের দোকানে ঘুরে দেখা গেছে, দুদিন আগেও ৬৮০/৬৯০ টাকায় বিক্রি হওয়া গরুর মাংস শনিবার (৯ জুলাই) বিক্রি হচ্ছে সাড়ে সাতশ টাকায়। কেজিতে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। খাসির মাংসের দাম ঠেকেছে হাজার টাকায়। এনিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

তবে মাংস ব্যবসায়ীরা বলছেন, গরুর দাম বেশি। কেনায় বাড়তি দাম দিতে হচ্ছে। এ অবস্থায় ৮০০ টাকায় গরুর মাংস বিক্রি করা উচিত বলেও মনে করেন কোনো কোনো বিক্রেতা।

শনিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর-২, উত্তর পীরেরবাগ ছাপড়া মসজিদ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজি, মসলাসহ ভিড় বেশি মাংসের দোকানে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গরুর মাংস ৭৫০ টাকা, ব্রয়লার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তিন দিন আগেও ২৫০ টাকায় বিক্রি হওয়া কক মুরগির দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ৩০০ টাকা। অধিকাংশ দোকানেই দেখা মেলেনি ডিমের, ছিল না দেশি মুরগিও।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com