1. banijjobarta22@gmail.com : admin :

কোরবানি: ক্রেতার অপেক্ষায় সোয়া কোটি পশু

  • Last Update: Saturday, July 2, 2022

নিজস্ব প্রতিবেদক

কোরবানির জন্য এ বছর গরু, ছাগল, ভেড়া, উট মিলিয়ে ১ কোটি ২১ লাখ ২ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে পশু বিক্রি। তবে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে এখনও বিক্রি জমেনি। আগামী মঙ্গল-বুধবার থেকে বিক্রি জমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ঢাকার দুই সিটিতে ২২টি হাট বসেছে। এরমধ্যে দক্ষিণে ১২টি আর উত্তরে ১০টি। এসব হাটে ইতিমধ্যে পশু আসতে শুরু করেছে। ক্রেতারাও আসছেন পশু পছন্দ করতে।

জানা গেছে,গতবারের মতো বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে অনলাইন হাটের ব্যবস্থা করা হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। এর মধ্যে কোরবানি হয় ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু। প্রায় ২৮ লাখ গবাদি পশু সেবার বিক্রি হয়নি।

পশুর চিকিৎসার জন্য ঢাকার হাটগুলোতে থাকছে ভেটেরিনারি মেডিকেল টিম। ৩২ জনের এ টিমের সদস্যদের সার্বিক তত্ত্বাবধান করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com