1. banijjobarta22@gmail.com : admin :

ভারতে বেড়েছে ভোজ্যতেলের আমদানি

  • Last Update: Wednesday, February 16, 2022

বাণিজ্য বার্তা ডেস্ক

ভারতের মাসভিত্তিক ভোজ্যতেল আমদানি বেড়েছে।ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতে আমদানিকারকরা জানুয়ারিতে বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল কিনছেন। এর মধ্যে সবচেয়ে বেশি কেনা হয়েছে সয়াবিন ও সূর্যমুখী তেল।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ)।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ।সাধারণত দেশটি সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে। কিন্তু গত বছর থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে।এ কারণে বিকল্প পণ্য হিসেবে সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি বাড়ায় ভারত। 

চলতি বছর এ দুটি পণ্য দিয়ে স্থানীয় ভোজ্যতেলের চাহিদা মেটাবে দেশটি।

তথ্য বলছে, গত মাসে ভারত ১২ লাখ ৭০ হাজার টন ভোজ্যতেল আমদানি করে। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১৬ শতাংশ।
এসইএ জানায়, জানুয়ারিতে ভারত যে পরিমাণ ভোজ্যতেল আমদানি করেছে, তার ৫৬ শতাংশই সয়াবিন ও সূর্যমুখী। বাকিটা অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল।

গত মাসে ভারতের পাম অয়েল আমদানি কমে ৫ লাখ ৫৩ হাজার ৮৪ টনে নেমে যায়। ডিসেম্বরে যা ছিল ৫ লাখ ৬৫ হাজার ৯৪৩ টন। অন্যদিকে সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি বেড়ে ৬ লাখ ৯৮ হাজার ৮৪২ টনে উন্নীত হয়েছে। ডিসেম্বরে যা ছিল ৬ লাখ ৫০ হাজার ৯২০ টন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com