1. banijjobarta22@gmail.com : admin :

৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেল স্টার এডহেসিভ

  • Last Update: Tuesday, February 15, 2022

নিজস্ব প্রতিবেদক

এসএমই খাতের কোম্পানি স্টার এডহেসিভ লিমিটেডকে কিউআইসি অফারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের ৮১২ তম সভায় এই অনুমোদন দেয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্টার এডহেসিভ লিমিটেডের ৫ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (Qualified Investor Offer by Small Capital Companies) রুলস, ২০১৮ অনুযায়ী ৫০,০০,০০০ টি সাধারণ শেয়ার প্রতিটি ১০/- টাকা মূল্যে QIO-এর মাধ্যমে Eligible Investors এর নিকট ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।

আরও বলা হয়, QIO-এর মাধ্যমেপুঁজি উত্তোলন করে কোম্পানিটি কারখানা সংস্কার, চলতি মূলধন, ঋণ পরিশাধে এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ১লা জুলাই, ২০২০ হতে ৩০ জুন, ২০২১ পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী বেসিক শেয়ার প্রতি আয় ৬.০৫ টাকা, ডাইলোটেড শেয়ার প্রতি আয় ১.৮০ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নীট সম্পদ মূল্য (NAV without revaluation reserve) ১২.৫৬ টাকা।

SME Platform এ লেনদেনের তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছর ইসুয়ার কোম্পানি কোন বোনাস শেয়ার ইসু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com