1. banijjobarta22@gmail.com : admin :

মূল্য সূচকের বড় পতন

  • Last Update: Monday, June 20, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। টাকার অংকেও লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৮২২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৩ কোটি ৪৮ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com