1. banijjobarta22@gmail.com : admin :

সবচেয়ে বেশি দর কমেছে বিজিআইসির

  • Last Update: Saturday, June 18, 2022

নিজস্ব প্রতিবেদক

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের (বিজিআইসি)। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৩ শতাংশ বা ৪ টাকা ৭০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস ছিল ৫০ টাকা ৪০ পয়সা।

বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক শূন্য ৪ শতাংশ।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স। এই কোম্পানির দর কমেছে ৮ দশমিক ৯৭ শতাংশ।

আলোচ্য সপ্তাহে দর কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭১ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭০ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬১ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৭ দশমিক ৩৬ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩৫ শতাংশ দাম কমেছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com