1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের বড় উত্থান

  • Last Update: Thursday, June 16, 2022

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। ডিএসইতে এদিন টাকার অংকেও লেনদেন বেড়েছে। লেনদেন হাজার কোটির ঘর ছাড়িয়েছে। যা গত ১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৬ মে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩২৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭৪ লাখ টাকা বেশি।  গতকাল  ডিএসইতে ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com