1. banijjobarta22@gmail.com : admin :

আবার বেড়েছে ডলারের দাম

  • Last Update: Monday, June 13, 2022

নিজস্ব প্রতিবেদক

মার্কিন মুদ্রা ডলারের দাম আবার বেড়েছে। সোমবার (১৩ জুন) প্রতি ডলার বিক্রি হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।

এদিন বাংলাদেশ ব্যাংক নতুন এই দামে সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে।

তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারের জন্য ৯৫ টাকার বেশি দাম নিচ্ছে। আর প্রবাসী আয় আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বাণিজ্য বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ ৯২ টাকা ৫০ পয়সাকে বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com