1. banijjobarta22@gmail.com : admin :

বাজেটের ‘নেতিবাচক’ প্রভাব শেয়ারবাজারে

  • Last Update: Sunday, June 12, 2022

নিজস্ব প্রতিবেদক

গত বৃহস্পতিবার ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে শেয়ারবাজারের কোম্পানিগুলোর জন্য আড়াই শতাংশ করপোরেট কর কমানো হয়েছে। এই ঘোষণাকে বাজার সংশ্লিষ্টরা ইতিবাচকভাবেই দেখছিলেন। তবে বাজেট ঘোষণার পর প্রথম কার্যদিবস রোববার বাজারে পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৪৮ পয়েন্ট পতন হয়েছে। শুধু তাই নয়, টাকার অংকেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩১ পয়েন্টে। শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৪ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২১ কোটি ৮৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com