1. banijjobarta22@gmail.com : admin :

তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর প্রস্তাব

  • Last Update: Thursday, June 9, 2022

নিজস্ব প্রতিবেদক

নতুন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শর্তসাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট ট্যাক্স বা আয়করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এই প্রস্তাব দিয়েছেন

প্রস্তাব অনুসারে, তালিকাভুক্ত যেসব কোম্পানি তার পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ শেয়ারবাজার থেকে সংগ্রহ করেছে সেসব কোম্পানিকে ২০ শতাংশ হারে কর দিতে হবে। বর্তমানে এই করের হার ২২ দশমিক ৫০ শতাংশ। কোনো কোম্পানি ন্যুনতম ১০ শতাংশ শেয়ার ইস্যুর শর্ত পরিপালনে ব্যর্থ হলে ওই কোম্পানিকে বর্তমান হারেই অর্থাৎ ২২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হবে।

অন্যদিকে তালিকাভুক্ত যেসব কোম্পানি তাদের মোট ইস্যুকৃত শেয়ারের ১০ শতাংশের কম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে ছেড়েছে সেসব কোম্পানিকে আগামী অর্থবছরেও ২২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হবে ২৫ শতাংশ হারে।

তালিকাভুক্ত কোম্পানির করহার হ্রাস পেলে কোম্পানিগুলোর নীট মুনাফা বাড়বে। তাতে ভাল কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। অন্যদিকে কর কমার কারণে নিট মুনাফা বাড়বে বলে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার সক্ষমতাও বাড়বে। তাতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও লাভবান হবেন।

একনজরে তালিকাভুক্ত কোম্পানির কর হারের প্রস্তাব-

বিবরণবিদ্যমান২০২১-২০২২ অর্থবছরপ্রস্তাবিত২০২২-২০২৩ অর্থবছরশর্ত পরিপালনের ব্যর্থতায় প্রস্তাবিত করহার
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে২২.৫%২০%২২.৫%
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১০ শতাংশের কম শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে২২.৫%২২.৫%২৫%
পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি৩০%২৭.৫%৩০%
এক ব্যক্তি কোম্পানি২৫%২২.৫%২৫%
পাবলিকলি ট্রেডেড-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ব্যতীত)৩৭.৫%৩৭.৫%শর্ত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্ট্রেডেড নয় এরূপ-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান৪০%৪০%শর্ত প্রযোজ্য নয়
মার্চেন্ট ব্যাংক৩৭.৫%৩৭.৫%শর্ত প্রযোজ্য নয়
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি৪৫%(+) ২.৫ % সারচার্জ৪৫%(+) ২.৫ % সারচার্জশর্ত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি৪০%৪০%শর্ত প্রযোজ্য নয়

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com