1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে উত্থান অব্যাহত

  • Last Update: Sunday, June 5, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) সব ধরনের সূচক বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক বা ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪২৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৪ কোটি ৯৯ লাখ টাকা বেশি।  বৃহস্পতিবার  ডিএসইতে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com