1. banijjobarta22@gmail.com : admin :

‘সাকিবের মোনার্ক মার্ট ই-কমার্সে আস্থা ফেরাবে’

  • Last Update: Saturday, February 12, 2022

নিজস্ব প্রতিবেদক

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট ই-কমার্সের হারানো আস্থা ফেরাবে বলে মন্তব্য করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে মোনার্ক মার্টের অফিস পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

শিশির বলেন, বাংলাদেশে ই-কমার্সের প্রতি গ্রাহকদের অবিশ্বাস তৈরী হয়েছে। এই অবিশ্বাস দূর করে মোনার্ক মার্ট গ্রাহকদের আস্থার জায়গা হয়ে উঠবে। সবার আস্থা নিয়ে কাজ করবে মোনার্ক মার্ট। সাকিবকে যেহেতু সবাই বিশ্বাস করেন, এক্ষেত্রেও আপনারা সাকিবের ওপর আস্থা রাখতে পারেন।

মোনার্ক মার্টের কর্মকর্তারা জানান, কসমেটিকস থেকে শুরু করে মানুষের নিত্যপ্রয়োজনীয় যা কিছু আছে সবকিছুই মোনার্ক মার্টে পাওয়া যাবে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com