1. banijjobarta22@gmail.com : admin :

ঋণ পরিশোধে ডিসেম্বর পর্যন্ত সময় চান ব্যবসায়ীরা

  • Last Update: Tuesday, May 31, 2022

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের (২০২২ সাল) ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে এই সুবিধা চেয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের তি‌নি এ কথা জানান।

জসীম উদ্দীন বলেন, আমাদের দেশের ব্যাংকগুলোতে যেন দীর্ঘ মেয়াদি ঋণ এর একটি বিশেষ তহবিল গঠন করা হয় তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করেছি। কারণ ব্যবসার জন্য লংটাইম ফাইন্যান্সিং খুবই জরুরি। তাছাড়া আমরা রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর কথা জানিয়েছি। একজন রেমিট্যান্স যোদ্ধা দেশের বাইরে থেকে রেমিট্যান্স পাঠাবেন তাকে কিছু সু্যোগ-সুবিধা দিলে উৎসাহিত হন, যদিও সিআইপিসহ সুবিধা দেওয়া হচ্ছে।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এফবিসিসিআইর বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। তবে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

এছাড়া রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে এফবিসিসিআইর পক্ষ থেকে তবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক একক ভাবে কোন সিদ্ধান্ত নেবে না। এ বিষয়টি সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত, সবদিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com