1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের উত্থান, লেনদেনও বেড়েছে

  • Last Update: Monday, May 30, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকে যোগ হয়েছে ১৯ পয়েন্ট। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ কোটি ৭৮ লাখ টাকা বেশি।  গতকার  ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে এদিন ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com