1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের বড় উত্থান

  • Last Update: Sunday, May 29, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন প্রধান সূচক বেড়েছে ১৩১ পয়েন্ট বা ২ শতাংশ। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯৪ কোটি ৪৯ লাখ টাকা বেশি।  বৃহস্পতিবার  ডিএসইতে ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com