1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, তলানীতে লেনদেন

  • Last Update: Wednesday, May 25, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশের শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পড়েছে ২৩ পয়েন্ট। এদিন টাকার অঙ্কে লেনদেন নেমেছে তলানীতে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৫১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ১৪৭ কোটি ৭২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৬৬০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১২০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com