1. banijjobarta22@gmail.com : admin :

ফের বেড়েছে স্বর্ণের দাম

  • Last Update: Tuesday, May 17, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১৮ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৭ মে) বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাবাজারে ডলারসহ বিভিন্ন মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সভায় স্বর্ণের দাম পুনর্নিধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে প্রতি ভরি ৭৮ হাজার ২৬৫ টাকা। যা এতদিন ছিল ৭৬ হাজার ৫১৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ৭৪ হাজার ৭০৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৩৫ টাকা দরে বিক্রি হবে। এতদিন ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ভরিপ্রতি ৭৩ হাজার ১৭ টাকা। আর ১৮ ক্যারেট ছিল ৬২ হাজার ৬৩৬ টাকা।

নতুন দর অনুসারে, সনাতনি স্বর্ণের দাম পড়বে ভরিপ্রতি ৫৩ হাজার ৩৬৩ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com