1. banijjobarta22@gmail.com : admin :

১০০০ টাকার লাল নোট বাতিলের খবর মিথ্যা

  • Last Update: Wednesday, May 11, 2022

নিজস্ব প্রতিবেদক

‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এমনকি বেসরকারি একটি টেলিভিশনও এ তথ্য প্রচার করে। তবে বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’ বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১১ মে) ব্যাংকটির ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা তথ্য’। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট আগামী ৩০ মে ২০২২ এরপর অচল হিসাবে গণ্য করা হবে- মর্মে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে গুজব/বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। এরই প্রেক্ষিতে, জণসাধারণকে উক্ত গুজব/বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com