1. banijjobarta22@gmail.com : admin :

এনসিসি ব্যাংকের নতুন ডিএম‌ডি রাফাত উল্লা খান

  • Last Update: Sunday, May 8, 2022

নিজস্ব প্রতিবেদক

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএম‌ডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. রাফাত উল্লা খান। আগে তি‌নি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে দায়িত্বরত ছিলেন।

রোববার (৭ মে) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

মো. খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রথম ব্যাচের প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড পলিসি মেকিং, ইসলামিক অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে ১ম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি নেপাল, থাইল্যান্ড এবং দুবাইসহ দেশে ও বিদেশে ব্যাংকিং সংক্রান্ত অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com