1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে সুবাতাস

  • Last Update: Sunday, May 8, 2022

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস গত বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন সুখকর ছিলো না। তবে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সুবাতাস গেছে বলা যায়। এদিন ডিএসইর সূচক যেমন বেড়েছে, তেমনি টাকার অঙ্কে বেড়েছে লেনদেন। শুধু তাই নয়, অধিকাংশ কোম্পানির শেয়ারপরও বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে। আর ডিএসেই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উথানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com